পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ১১৫৩ ৷ চাহ রূপ ? সৌন্দর্ঘ্যে কি देश्ध অন্তর ? এ বিশ্ব সৌনর্য্যে ভরা র্যাহার অনন্ত রূপ, সেই বিশ্বরূপ চেয়ে বল কি মুনীর ? চাহ গুণ ? এই বিশ্ব র্যার গুণ-লীলাভূমি, . সেই গুণাতীত চেয়ে গুণী কে আবার ? চাহ প্রেম? এই বিশ্ব যার প্রেম পারাবার, সেই প্রেমময় হরি হৃদয়ে,তোমার । সেই প্রেমপারাবারে ঝাপ দেও নাগবাল, এই প্রেমমরীচিক কর নিমজ্জিত । অনন্তু গ্ৰেম-পিপাসা মানবের, মানবে কি পূৰ্বাইতে, জুড়াইতে পারে কদাচিত ?” আকাশের পানে চাহি দু’নয়নে প্রেমধারা বহিঙেছে সুভদ্রার পবিত্র শীতল । “হায় ! এক বিন্দু বারি’-নাগেন্দ্রনদিনী কহে • চাহি আকাশের পানে হৃদয় বিহবল, “হায় ! এক বিন্দু বারি দেখিল না ধেই জন, সে কেমনে বুঝিবেক মহাপারাবার ? হায় রে! যাহার প্রেম অস্কুরে পুড়িয়া গেল, সে অনন্ত প্রেমে দিবে কেমনে সীতার ?” চমকি কহিল। ভদ্ৰ—“সে কি কথ। মুচরিত্রে ? ঋষিপত্নী ভূমি, তব পতি শ্রেষ্ঠতম। র্তার প্রেম-নিরঝরে ভাসাইয়া মরীচিকা, যাও বহি, যথা প্রেমসাগর-সঙ্গম।” জরৎকারু উচ্চ হাসি হাসিল, বিদারি গিরি নিরুদ্ধ গৈরিক যেন উঠিল গগনে। “আগুণ ঋষির মুখে ! পতি মম সেই জন