পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় চণ্ডী । ২০৯১ জ্ঞানীদেরও চিত্ত বলে সেই দেবী ভগবতী আকর্ষি, ঘটায় মোহ মহামায়া হে নৃপতি । ৪২ ডাঁহ ই’তে স্বই বিশ্ব এ জগত চরাচর । সে প্রসন্ন বদ্বদাই নরের মুক্তি-আকর। ৪৩ সে পরম বিষ্ঠা, মুক্তি-প্রদায়িনী সে অমর, সংসার বন্ধন হেতু সেই সৰ্ব্বেশ্বরেশ্বরী । ৪৪ . রাজা কহিলেন, ভগবন ! কেসে দেী মহামায় নাম ধার? কিরূপে উৎপন্ন। তিনি হে দ্বিজ ! কি কৰ্ম্ম তার ? ৪e যে স্বভাব, ষে স্বরূপ, যাহা হ’তে সম্ভাবিত, গুনিতে সব ইচ্ছা, সৰ্ব্বশ্রেষ্ঠ ব্রহ্মবিৎ | ৪৬ ঋষি কহিলেন, নিত্য সে জগন্মুক্তি ব্যাপ্ত তাহে চরাচর । তথাপিও শুনু তাৰ সমুৎপত্তি বহুতর। ৪৭ ধেই নিত্য অভিহিত ; হন আবিস্তৃতা যবে দেব-কাৰ্য সিদ্ধি তরে,উৎপন্না কহে তবে । ৪৮ বিশ্ব একীর্ণব করি, যখন শেষে শয়ান ভজিলে যোগ নিদ্রা কল্প অস্তে ভগবান, ৪৯ বিখ্যাত মধুকৈটভ তখন অমর স্বয় বিষ্ণুকর্ণমূলে জমি, ব্রহ্মা বগোষ্ঠত হয়। • বিষ্ণু নাভিপদ্মে স্থিত সেই ব্ৰহ্মা প্রজাপতি দেখিলা অক্ষর উগ্র, জনাৰ্দ্দন স্থপ্ত অতি । ৫১ স্বতিলা যোগনিদ্রায় হরি নেত্র-নিবাসিনী, বিশ্বেশ্বরী, জগন্ধান্টু, স্থিতি সংসারকারিণী, ৫২ বিষ্ণুর তেজে অতুলা, নিদ্রাদেবী ভগবতী, হৰুির চেতনা তরে এক চিত্তে প্রজাপতি । ৫৩