পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় চণ্ডী । - ఫిణ ఫళి মহৎ প্রভাবে তব হে দেবি ! হইয়া স্বত, ছদ্ধর্ষ মধুকুৈটভে কর তুমি মোহর্ভূত। ৬৬ .বিশ্বস্বামি অচ্যুতকে কর শীঘ্র জাগরিত বধিতে এ মহামুর, কর তুমি প্রবর্তিত । ৬৭ বধিতে মধুকৈটভ, জাগাইতে নারায়ণ, এরূপে তামসী দেবী হইয়া স্বত, তখন ওঁঠ নেত্রাস্ত, নাসিক, বাহু, হৃদয়, বক্ষহতে বহিরি, হইল স্থিত ব্ৰহ্মার নয়ন-পথে । ৬৯ এ কার্ণব-নাগ-শয্যা হ’তে উঠি জনাৰ্দ্দন, নিদ্রমুক্ত জগন্নাথ করিলেন দরশন। ৭• জুরাত্মা মধুকৈটভ অতি বীর্ষ পরাক্রম, "ব্রহ্মাকে ভক্ষুণেষ্ঠত ক্রোধেতে রক্তনয়ন । ৭১ যুঝিলা তাদের সহ, উঠি ভগবান হরি, বৎসর পঞ্চ সহস্ৰ, বাহু গ্ৰহরণ করি । ৭২ তারা অতি বলবন্ত, মহামায়া-বিমোহিত, কহিল কেশবে - "মােগ তোমার বর বাঞ্ছিত।” ৭৩ . ভণুধান কছিলেন। তুষ্ট যদি আজি, হও মম বধ্য দুইজন। কি কায অন্ত বরেতে ? এই মাত্র বর মম।। ৭৪ , ঋষি কহিগেল । সৰ্ব্ব জলময় বিশ্ব দেখিয়া বঞ্চিতদ্বয় কহিল কমলেক্ষণ-ভগবানে সে সময়— “বধ আমাদের যথা নহে ধরা জলময় - ৭৫ “ভাই হ’ক-বলি ছবি শঙ্খ চক্ৰ গঙ্গাধর, ' চক্ৰে কাটিলেন শির, রাখি নিজ উরুপৱ । ৭৬ এই রূপে সযুৎপন্ন, ব্রহ্ম স্তুতি করে যার, .