পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় চণ্ডী । ఫిడి4 পরিপূর্ণ চন্দ্র-বিশ্ব-অনুকারী মনোহর 'কনকু কাস্তি উত্তম, ঈষৎ অমল হাসি,— নিল্লখি বদন হেন, তথাপি মহিষাসুর প্ৰহারিল ক্রোধে শীঘ্র অতীৰ অদ্ভুত বাসী ১১ দেখিয়া কুপিত তব ক্রফুট করাল মুখ, , উদিতু শশাঙ্ক ছবি, নাহি যে সদ্যজীবন ত্যজিল মহিষাসুর, অতীব বিচিত্র তাঁহা, কে পারে বঁচিতে, করি কুপিত যম দর্শন ? ১২ এগন্না হইলে হও পরম স্বষ্টির হেতু, কোপবতী হ’লে কর সদ্য কুল বিনাশিত, জানিন্ত এখন ইহা, ষে হেতু হইল তাহে মহিষাসুরের বল স্থবিপুল অস্তমিত । ১৩ খ্যাত্মতারা জন পদে, হয় তাহদের ধন, হয় তাহদের যুশ, ধৰ্ম্ম, বৰ্গ: ক্ষত্ত্বহীন, ধন্ত তারা, স্থপঞ্জলিত পুত্র কন্যা ভূতা দারা,— প্রসন্না, অদ্ভু্যদয়া, যাহাদেরে চির দিন । ১৪ ছে দেবি । সকল ধৰ্ম্ম, কৰ্ম্ম, সে স্বকৃতি নর করে সদ,প্রতিদিন আদরেতে আচরণ ; পায় স্বর্গ অনস্তর তোমার প্রসাদে তাহে, হও তিন লোকে দেবি । ফলদাতৃ অমুক্ষণ। ১৫ হে দুর্গে স্মরিলে হর অশেষ জন্তুর ভয়, । স্মরিলে স্বস্থির চিত্ত্বে কর শুভ মতি দান, দারিদ্র ও ছয়-ভয়-হারিণী কে তোমা বিনা ? সৰ্ব্বন্ধপ উপকার করিতে সদা প্রাণ ? وهد ইহাদের মৃত্যু হতে হলো জগতের মুখ, কি পাপ কবিৰেছিল চির নরকের উরে ।