পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় চণ্ডী। ২১০৯ দেবগণ কহিলেন । দেবী, মহাদেবী, শিব প্রণাম তাকে সতত প্রশ্নতি ভদ্রাকে আর প্রাম করি নিয়ত। ৭ বৈীন্দ্র, নিত্য, গৌরী, ধাত্রী. প্রণাম তাকে প্রণাম, জ্যোৎস্না, চন্দ্ররূপিণী, স্বখাকে সদা প্ৰণাম । ৮ নমস্কার বৃদ্ধি, সিদ্ধি, কল্যাণীকে নমস্কার নৈর্ধতী ও রাজলক্ষ্মী, সৰ্ব্বাণীকে নমস্কার । ৯ গুর্গ, দুর্গা-পার, সারা সৰ্ব্বকারিণীকে আর, খ্যাত, কৃষ্ণ, ধূম্রাকেও করি সদা নমস্কার । ১• অতি সৌম্য, অতি রৌদ্র, করি তাকে নমস্কার। জগত প্রতিষ্ঠা দেবী তাকে করি নমস্কার। ১১ যেই দেবী সৰ্ব্বভূতে বিষ্ণু-মাস্থা খ্যাত নাম, প্রণাম, প্ৰণাম তাকে প্রণাম তাকে প্রণাম । ১২ ফুেদেীঃ সৰ্ব্বভূতে চেতনা এ অভিধান, প্রণাম, প্রণায় তাকে, প্রণাম তাকে প্রণাম । ১৩ যে দেবীর সর্বভূতে বুদ্ধিরূপে সংস্থান, প্রণাম, প্রণাম তাকে, প্রণাম তাকে প্রণাম । ১৪ মে দেবীর সর্বভূতে নিদ্রারূপে সংস্থান, প্রণাম: প্রণাম তাকে, প্রণাম তাকে প্রণাম । ১৫ ষে দেবীর সর্বভূতে ক্ষুধারূপে সংস্থান, প্ৰণাম, গ্রণাম তাকে, প্রণাম তীকে প্ৰণাম | ১৬ ষে দেবীর সর্বভূতে, ছায়ারূপে সংস্থান, । প্রণাম, প্রণাম তীকে, প্রণাম তাকে প্ৰণাম । ১৭ ষে দেবীর'সৰ্ব্বভূতে, শক্তিরূপে সংস্থান, প্রণাম, শ্রণাম তাকে, প্রণাম তীকে প্রণাম । ১৮