পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় চণ্ডী । ২১২৯ চণ্ডিক কাটিলা শীঘ্র সেই খ গ আপতিত, ধন্থমুক্ত-শিতবাণে-চৰ্ম্ম-অর্ক-প্রভান্বিত । ১৩ হত,অশ্ব, ফিসারথী, ছিন্ন ধস্থ দৈত্যবরে ‘ লইল মুদগর ঘোর, অম্বিক নিধন তরে। ১৪ মুদগর পতনোমুখ কাটিলা নিশিত শরে, তথাপি ধাইল দৈত্য তুলি মুষ্ট বেগবরে । ১৫ ট্রেক্টর হৃদয়ে মুষ্টি প্ৰহারিল দৈত্যনাথ, দেবী উরসেতে তার করিল চপেটাঘাত । সে প্রহরে অভিহত মহীতলে নিপতিত হয়ে দৈত্যরাজ শীঘ্র হইল পুনঃ ষ্টথিত। ১৭ দেবীকে আকাশে লম্ফে করিল সে উত্তোলন, তথাপি সে নিরাধারা চণ্ডিকা করিলা রণ । ১৮ দৈত্য চণ্ডিকায় যুদ্ধ আকাশেতে পরস্পর হলো সিদ্ধ মুনিদের প্রথমে বিস্ময় কর । ১৯ অম্বিকার সহ বুদ্ধ করি তবে মহাবলে, লম্ফ দিয়া ঘুরাইয়া নিক্ষেপিল মহীতলে । ২৯ পড়িলে ধরণী পৃষ্ঠে, তুলি মুষ্টি বেগভরে ধাইল দুষ্টাত্মা ক্রোধে অম্বিক নিধন তরে। ২১ দেখি সমাগত দেবী সৰ্ম্মদৈত্যজনেশ্বর শূলে বিদারিয়া বক্ষ ক্ষেপিলা অবনীপর ২২ মরিল সে পড়ি ভূমে দেবী শূলগ্র বিক্ষত । কঁাপিল সকল পৃথ্বী সসিন্ধু-দ্বীপ-পৰ্ব্বত। ২৩ হত হ’লে জরাত্মন প্রসন্ন হইল ভব। •জগত লভিল স্বাস্থ্য, নিৰ্ম্মল হইল নভঃ । ২৪ উস্কাসহ মেঘেtৎপাত হলো সব প্রশমিত, নিরাপদ নদী, পখ হইলে সে নিপতিত । ২৫