পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృat* ব্যাস । ভীষ্ম। নবীনচন্দ্রের গ্রন্থাবলী। কাহার অনস্ত জ্ঞান কৃষ্ণের নয়নে । উন্মেষিল এ বিশ্বের রহম্ভ অ ল ? শিষ্যের উদ্যান, আর গুরু মালাকার,— বড় অসঙ্গত কথা ! এই পুষ্পবন তোমারি স্বজিত প্ৰভু ! রচনা তোমার, তোমারি কুসুম তুমি করেছ চয়ন । জ্ঞানের অনস্তাকাশে তুমি প্রভাকর ! আমি মাত্ৰ তবালোকে দীপ্ত শশধর । যেই আলোকের বংস ! তুমি অবতার, ষে আলোক পূর্ণ প্রতিফলিত তোমায়, আমি এক ক্ষীণ রশ্মি সেই আলোকের অনন্ত, খঙ্কোত ক্ষুদ্র তার তুলনায় । হইয়া অতল সিন্ধুগর্ভে নিমজ্জিত . তুলিৰ অবিদ্ধ রত্ন, কি সাধ্য আমার ? আমি ক্ষুদ্র মীন, ভাসি উপর সলিলে, সি সাধ্য বুঝিৰ সিন্ধু-বৃহন্ত অপার ? করিয়াছি সত্য আমি বেদ সঙ্কলিত, করিয়াছি বহু ক্ষুদ্র শাস্ত্র প্রণয়ন, অনন্ত সমুদ্রবক্ষে পাতি ক্ষুদ্র জাল, তুলেছি শংকরাশি ভাবিয়া রতন । মানবের মোক্ষমধt চন্দ্রনিকেতন, কেমনে পাইবে হয় ! দরিদ্র বামন ? যথায় ব্যাসের এই ভাল আত্মগ্ননি, ষে অনন্ত কাছে ব্যাস এত ক্ষুদ্র হয় । পশুবলে বলীয়ান আমরা সকল, সেই জনস্তে জ্ঞান পাইৰ কোথায় ?