পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র"। ১১৫৯ তথাপি পতঙ্গ যত উড়ি দুই হাত । ভাবিতাম এ অনন্ত করায়ুক্ত মম, আজি এই মহাগীতা শুনিয়া বিস্ময়ে বুঝেছি পতঙ্গ আমি কত ক্ষুদ্রতম । বড় গুভদিন আর্য্য ! আজি মানবের । মানবের অন্ধকার অদৃষ্ট-গগনে কৃষ্ণ দ্বৈপায়ন রূপে স্বৰ্য্য শশধর এত দিনে সমুতি পবিত্র কিরণে । বড় শুভঙ্গিন-আর্য্য আজি মানবের ! ੋ ভাসিতেছিল সংসারসাগরে দিকহীন, লক্ষ্যহীন, আশ্রয়বিহীন ; মানব ডুবিতেছিল মহাপাপভরে । বড় শুভদিন আজি ! আদুষ্টে তাহার 'মিলিয়াছে এত দিনে আলোক যুগল ! মিলিয়াছে এত দিনে গীতার তরণী ! লক্ষ্য,-নারায়ণ ; পথ,—প্রশস্ত, উজ্জল । উপজিল যথা স্বধ সমুদ্রমন্থন, উপজিল গীতামৃত কুরুক্ষেত্ররণ ! মহাযোগী ষেইরূপে ধরি মহীধান, জীবাত্মা পরমাত্মায় করি নিমজ্জিত, . কহিয়া এ মহাধৰ্ম্ম পার্থে পুণ্যবান, করিলা এ মহাধৰ্ম্ম-যুদ্ধে নিয়োজিত, মহৰ্ষির মহাবীণা গগনে উঠিয়৷ সেইরূপে এই গীত না করিলে গান, পাতি কি ভবিষ্যং যুগযুগান্তর, এই নব ধৰ্ম্মামৃত করিবারে পান ?