পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। , Sఆ> এই কবিত্বই ধৰ্ম্ম ; ধৰ্ম্মশাস্ত্র আর এই কাব্য ; এক ক্ষুদ্র অক্ষর মানব । মানব কে, নিয়তির কবিত্ব তাহার,— যে পারে বুঝিতে, কবি, সেই বীরর্ষভ | মানবুের এই ধৰ্ম্ম, কবিত্ব তাহার, আস্থষ্টি মানব কবি বুঝিতে কাতর ; জালিয়া খণ্ঠোতালোক নিয়তি তিমিরে । খুজেছে মানু কত কাল নিরন্তর। সফলু ত্রিযুগ'শ্ৰম ; কৃষ্ণ অবতার । মহাকবি, গীত সেই ধৰ্ম্মের আধার। ক্ষীণা স্রোতস্বতী, প্রভু ! সিন্ধু অভিমুখে যত হয় অগ্রসর, হইয়। মিলিত মন্ত্রমশঃ সলিল রাশি বেগ, পরিসর, ক্রমে ক্রমে তটিনীর করিয়া বৰ্দ্ধিত, স্থানে স্থানে ঘূর্ণবৰ্ত্ত করে উপজিত – বিবশী তটিনী তাহে হয় নিমজ্জিত । এ জীবন-স্রোতস্বর্তী, অনস্তের মুখে যত হয় অগ্রসর, বেগ ও বিস্তার বাড়াইয় ক্রমে তত ঘটনানিচয় স্থানে স্থানে ঘূর্ণধৰ্ব করে আবিষ্কার। মানব সে ঘূর্ণাবর্তে হইয়া পতিত, . হয় এক চিন্তাতীত শক্তির অধীন অজ্ঞাতে আপনাহারা ; মানব তখন হয় পূর্ণরূপে সেই শক্তিতে বিলীন। . কুরুনাথ ; বৃন্দাবনে বালকের প্রাণে কি আলোক জ্ঞানাতীত ভালিত সতত।