পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆఫ్ళి নবীনচন্দ্রের গ্রন্থাবলী। । কি শক্তি শরীরে, ਾਂ, করিত সঞ্চীর । চালা’ত শিশুকে ক্রীড়াপুকুলের মত । সে আলোকে সে শক্তিত্তে হইয়া চালিত নাচিতাম, হাসিতাম, করিতাম রণ ; হইয়া প্রেমেতে মুগ্ধ, ভক্তিতে বিহ্বল, নচিত, হাসিত গোপ, গোপাঙ্গনীগণ। বৃন্দাবনে গোচারণে বসি নিরজনে শুনিতাম, যেন দূর সমুদ্র গর্জন, ভারতের কি বিরাট হাহাকার ধ্বনি অশাস্তির, অধৰ্ম্মের, প্লাবিছে কানন । , বন-অন্তরালে বসি দেখিতাম হায় ! অশাস্তিত্ব, অধৰ্ম্মে , শিখা প্রধূমিত, মিশি ঘোর জীব-ঘাতী যজ্ঞ-ধূমসঙ্ক, করিতেছে কি ভীষণ মেঘ সঞ্চারিত ! শুনিতাম গোপমুথে বসি নিরজনে মথুরার নিদারুণ শোক সমাচার । পীড়িভের অর্তিনাদ, দুঃঙ্গীর রোদন, কোমল কিশোর প্রণে সহিল না আর । প্রধূমিত অগ্নিমাঝে,-করিলাম স্থির,— দিব ঝাপ, ধৰ্ম্মবারি করিব সিঞ্চন ; সেই মহাশক্তি বলে ঝটিক তুমুল নিবারিব,—মহা রাষ্ট্র-বিপ্লব ভীষণ সাধুদের পরিত্রণ, বিনাশ হস্তৃতদের করিব সাধন। স্থাপন করিব ধৰ্ম্ম, এক মহা ধৰ্ম্মরাজ্য করিয়া স্বজন । বধিলাম কংসবাজে, কংিস্ক মধুরী ।