পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* নবীনচন্দ্রের গ্রন্থাবলী। জাতীয় বিদ্বেষ বিষে জর্জরিত কায় ;– ইহার ছায়ায় শাস্তি পাবে নির্মল, লভিবে অনন্তকাল মোক্ষসুখফল ! সাম্রাজ্যে, সমাজে, ধৰ্ম্মে, করিয়া সঞ্চার । নিষ্কামত্ব, দেখাইয়া সৰ্ব্বভূতময় নারায়ণ কি নিষ্কাম, করিব সংসার প্রীতিময়, শান্তিময়, সৰ্ব্বমুখালয়। আবার অশান্ত্রি-শিখা পশ্চিম ভারতে দেখা দিল ; করিতেছি ৰৈ নিৰ্ব্বাপণ, হায়! মূবিকের মত পাপিষ্ঠ শকুনি । সেই মহীরুহমূল করিল ছেদন । হইল নিৰ্ম্মালাকাশে অশনির মত পাণ্ডবের বনবাস মস্তকে পতন ; বিক্ষিত, স্তম্ভিত, ভীত, কম্পিত্তস্থদয়ে। অধৰ্ম্মের অভূখীন দেখি ভীষণ । বুঝিলাম যে অধৰ্ম্মে আছন্ন ভারত, যে অধৰ্ম্ম নরমেধ যজ্ঞে পরিণত, হৃদয়ে পড়িল ছায়া, বুঝি সে রাক্ষস নরমেধ যজ্ঞ ভিন্ন হইবে না হত । গেল পাণ্ডবেরা বনে ; রয়েছে তথাপি রাজস্থয়ে যে সাম্রাজ্য হইল স্থাপি । পালিছে নৃপতিগণ আনত মন্তকে । রাজস্থয়ে ষেই মন্ত্রে হইল দীক্ষিত। ভারত ক্লভিছে শাস্তি ; নাহি জরাসন্ধ ভারতের শান্তি-বিষ, নাহি শিশুপাল ! থাক কৰ্ণ ছর্য্যোধন তরু নৰ মূলে, ,