পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। পালিলাম, করিলাম যুদ্ধে যোগদান নিরস্ত্র ও নিরপেক্ষ ; স্বধৰ্ম্ম-পালন করিতে অশক্ত নহে পাণ্ডবকৃপাণ । ধৰ্ম্মক্ষেত্র কুরুক্ষেত্রে সজ্জিত সমরে দুই মহা অনীকিনী ; করিয়া দর্শন, স্বজন উভয় সৈন্তে, করুণ হৃদয়ে কহিলেন পার্থ,—“আমি করিব না রণ " শিহরিনু একি কথা —“কবি না রণ " আশৈশব নির্যাতন, ঘোর পাপাচার, * সেই জতুগৃহ-দাহ, সেই বনবাস, সে কপট দ্যুত-ক্রীড়া, দ্রুপদ-বালার সেই অপমান লোমহর্ষণ ভীষণ, পুনঃ স্ত্রয়োদশ বর্ষ বনবাস হায় ! সৰ্ব্ব শেষ বিনিময়ে সেই সাম্রাজ্যের স্বচ্যগ্র মেদিনী নাংি মিলিল ভিক্ষায় !— থাকে যদি অধৰ্ম্মের এই অভূ খান অক্ষুঃ, হা ধৰ্ম্ম তব কে লইবে নাম ! পার্থ করিবে না বুর্ণ ! করিত্বে গ্রহণ কৌরব-অধৰ্ম্ম তবে ধৰ্ম্মের আসল ; অধৰ্ম্ম-অশক্তি-শিখা জ্বলিবে এমন ; আমার সে ধৰ্ম্মরাজ্য হইবে স্বপন ! একদিকে বর্তমান ক্ষুদ্ৰ—ক্ষুদ্রতম, অন্ত দিকে ভবিষ্যৎ অনন্ত বিস্তার ; এক দিকে কৌরবের ক্ষুদ্র-ক্ষুদ্রতম, - অল্পদিকে সংখ্যাতীত মানৰ গুপার। অশ্বের এ আদর্শে স্ত্ৰ বৰ্তমান