পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ১১৬৯ যায় নরগণ, তৃণসমষ্টির প্রায় । অধৰ্ম্মের কি প্লাবনে প্লাবিত ভারত ! অন্তের কি কথা, ভীষ্ম দ্রোণ পূজ্যতম ভাবেন অধৰ্ম্মে ধৰ্ম্ম, কুঙ্কটিকা মত ভ্রান্তিতে আচ্ছন্ন হয় । তাদেরও নয়ন। অনিবার্য হ’লে যুদ্ধ, ছিল এক আশা— ভী দ্রোণকদাচিৎ করিবে না রণ। কৌরব পাণ্ডব তুল্য তাদের নয়নে, বুহিবেম উত্তহীন আমার মতন । সে আশাও গেল ভাসি অধৰ্ম্মের স্রোতে । কৌরবের আশৈশব ক্রুর ব্যবহার, সেই জতুগৃহ-দাহ, সেই বনবাস, সে কপট দূতক্রীড়া, দ্রুপদ-বালার সভাস্থলে নিরমম সেই নিৰ্য্যাতন, *ন দিব স্বচ্যগ্র স্থান”—প্রতিজ্ঞ ভীষণ, ভূগিলেন ভীষ্ম, দ্রোণ, মেহের আবেশে । "তরাষ্ট্র অন্নে প্রতিপালিত আমরা, হইবে অধৰ্ম্ম”—মনে করিলেন স্থির,— “কৌরবের পক্ষ নাহি করিলে গ্রহণ।” অধৰ্ম্মের অভু্যখন হায় ! কি গভীর । অন্নদাতা হয় যদি পাপে প্রবর্তিত, হইতে হইবে তবু সহায় তাহার – ধৰ্ম্ম কি অধৰ্ম্ম হয় । বলির ইহারে ? পাপের প্রশ্ৰয় দেব ! নহে পাপাচার ? অন্নদাতা হয় যদি পাপে প্রবর্ভুিক্ত, নিবাবিব যথাসাধ্য করি প্রাণপণ