পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৭২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সে আনন্দরাজ্য-স্বর্গে, হয়। এ জীবনে ? জন্ম জন্মান্তরে তারে, ভকতবৎসল । সেই স্বর্গে, পদাম্বুজ-প্রাস্থে, দিও স্থান! দয়াময় ছিন্ন এবে সংসারবন্ধন, দেও শিরে পদ, মুখে দেও কৃষ্ণনাম । আমি নহি ভীষ্ম ; তুমি নহ বামুদেব । আমি ভক্ত দেখিতেছি তুমি ভগবান, শঙ্খচক্র-ধর হরি ; পতিতপারন ! দেও শিরে পদ, মুখে দেও কৃষ্ণনাম " বহিতেছে প্রেমধারা বাহিয়া কপোল, আকুল হৃদয়ে ভীষ্ম বাড়াইয়া কর । বিহবল হৃদয়ে কৃষ্ণ পড়িলা হৃদয়ে,বিরাজিলা বৈকুণ্ঠেতে বৈকুণ্ঠ-ঈশ্বর । ভক্তিতে বিহবল ব্যাস, আকুলিত প্ৰাণ, গাইতে লাগিলা প্রেমকণ্ঠে কৃষ্ণনাম । দশম সৰ্গ । مسسم:پو:سسمد ব্যাধ । -**:কৃষ্ণ অষ্টমীর নিশি অতীত প্রহর । অদূরে অরণ্যে পত্রপল্লৱকুটীরে বসিয়া ছৰ্বাস, কর্ণ, চিন্তাকুল মন । দুর প্রাস্তরের শেষে তিপ্পির মত