পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৭৪ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পাণ্ডব পক্ষীয় মহারথী এক জন । দুৰ্ব্বাস । উত্তম, উত্তম । আর সংসপ্তকগণ ? ' কর্ণ। প্রভূর মন্ত্রণ দাস করেছে পালন । তাহার কৌশলে প্ৰভু ! সংসপ্তকগণ করিয়াছে ধনঞ্জয়ে যুদ্ধে আবাহন, হইতেছে সংসপ্তকে ধনঞ্জয়ে রণ " ঘোরতর ! হাসি ঋষি—“অতীৰ উত্তম । মন্ত্রযুদ্ধে জয়ী বৎস! হইলে আমরা, তব করে ঘৃতাহুতি করিয়া প্রদান , কৌরবের রাজ্যলোভে, করিলে বিফল পঞ্চগ্রাম-ভিক্ষী-চক্ৰ গোপ পামরের,— নিবারিতে এই যুদ্ধ, শান্তির কমল ফুটাইয়া ধৰ্ম্মরাজ্য করিতে স্থাপন আপনার বেদ-দ্বেষী, কতই কৌশল করেছিল দুরাচার । অজস্র শিশির বরষিয়া তব করে করিলে নির্মুল অস্কুরে সে শতদল, গেল দ্বারিকায় । বুহি নিরপেক্ষ চক্ৰী ভেবেছিল মনে রক্ষিবেক এই মহাক্ষত্রিয় থাওবে আপনার কুলত্রয় ; দেখিলাম আমি দিব্য চক্ষে, থাকে যদি পশ্চিম ভারতে এ বিশাল কুলত্রস্থ, ধৰ্ম্ম ব্রাহ্মথের, ব্রাহ্মণের আধিপত্য, হবে না কখন নিরঙ্কুশ ; সেই হেতু আদেশি তোমায় পাঠাইমু জুর্য্যোধনে দ্বারকানগরে।