পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। >>切*○ দুৰ্ব্বাসার ক্রুর করে। হায়, আমি তবে কুন্তীর কানীন পুত্র, পুল্ল হাসার । ষার মন্ত্রণায় কুন্তী, কুন্তীপুত্ৰগণ, ভূঞ্জিছে দুৰ্গতি এত, কুন্তীর তনয় সেই পাপী, সহোদর পঞ্চ পাণ্ডবের ! ক্ষত্রিয় সে । অসম্ভব। না না এত নীচ নহে রক্ত ক্ষত্রিয়ের । কুন্তী পুণ্যৱতী ; ঠার গর্ভে এ পাল্পীর জন্ম অসম্ভব ! স্বাড়ির গর্ভে নাহি জনমে শৰ্দশ বিনাশিতে জননীকে সহ বৎসকুল ; সিংহিনীর গর্ভে নাহি জনমে শৃগাল । ক্ষত্রিয় যে বীর, ব্যাধ নহে কদাচন । বীরত্ব,-কুরত্ব নহে,-ধৰ্ম্ম ক্ষত্রিয়ের । ক্ষত্রিয়ের শর ছোটে সরল রেখায় দিবালোকে, অন্ধকারে ব্যাধ পাতে জলি । স্থতের নন্দন আমি, পিঙা অধিরথ, মাতা রাধা । না, হৰ্ব্বাস নহে মিথ্যাবাদী, কুম্ভীর তনয় আমি । কিন্তু যে জননী । নিক্ষেপিল জলে সদ্যঃপ্রস্থত সন্তান, মাত নহে, রাক্ষসী সে । তার পুত্রগণ পিতৃ শক্ৰ, শত্রু মম, নহে সহোদর । অবগু করিব রণ * , উঠিয়া সবেগে আস্ফালিয়া স্থই ভুজ কহিলা গৰ্জ্জিয়া “অবহু করিব রণ । আইস অর্জুন ! আয় অভিমন্ত্র্য –কিন্তু অস্ত্র পড়ে না ষে মনে ।