পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র i ు సెన్) কি মধুর স্নেহ-শ্ৰোত উছলিল বুকে । কি মধুর স্নেহ-স্বরে কহিলা-"বাছারে । বিনা পরিচয়ে আমি চিনেছি তোমারে । সেই সুভদ্রার মুখ, পার্থ অবয়ব, সেই সুভদ্রার প্রাণ, পার্থের প্রভাব ! মঞ্জুনের মানবত্ব, দেবী ভদ্রার, তাহদের পুত্র বিনা ক্ষে পাইবে আর ? ত্রিদিবের পবিত্রত, সৌন্দর্য্য ধরার, তাহদের পুত্র বিনা কে পাইবে আর ? পার্থ উপাসিক আমি কেন পূজি তারে - কেন পুজে বংস নর ওই সবিতারে ? ঐশ্বৰ্য্য, সৌন্দর্য, বীৰ্য্য—কে না পুজে বল ? করে দেবন্ধের পূজা কি স্বৰ্গ ভূতল । জগতে দেবত্ব ধৰ্ম্ম-ভক্তি-প্রস্রবণ ; হিমাচলে সিন্ধু গঙ্গা লভেন জনম । মম ভক্তি-হিমাচল জনক তোমার । সেই ভক্তিবলে, পাইমু তোমায় আজি এই বনস্থলে । এম বংস এস বুকে । তপস্তা আমার হইল সফল বুঝি” – সরিল না আর জননীর মুখে, লইয়া অমায় বুকে, हूषिग या कडझे कूरुन ! কতই আনন্দ-অশ্ৰ করিলা বর্ষণ । কোন কুদ্ধ প্রস্রণ ठू'एग्न অবারিত, আমার করিল যেন স্নেহেতে প্লাবিত।