পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ناهدة পড়িবে কি মনে বাছা! আসিবি কি ফিরে ?” बड़ रुंग्लिश cप्रश्-दू८क खननौद , কঁদিলাম গলা ধরি ভাই ভগিনীর । পথে পথে কত ফল, তুলি কত ফুল, দিল তারা । সে যে স্নেহ জগতে,অতুল । জিজ্ঞাসে বিরাট-বল সজল নয়ন – “বন-বাসিনীর সেই চারু,উপাসনা জানেন কি পিতা মাত ?:সঙ্গগনানে উক্তরিলা অভিমন্থা-‘নাহি লয় মনে। বিদায়ের কালে কোলে লইয়া আমারে স্নেহ শোকোজুসে মাত কহিল--"বাছা রে জনক জননী-কাছে বন-বাসিনীর কহিও না কোন কথা ; এই তাপসীর কহিলে তপস্তাত্রত হইবে বিফল । যথাকালে তঁহাদের চরণ কমল দেখিয়া সে চরিতার্থ করিবে জীবন, তদবধি এ তপস্ত বুহিবে গোপন । ক্ষুদ্র স্বর্যমুখী কোথা পূজে সবিতারে, , কি কাজ জানিয়া তার, জনাইয়া তারে ।” উত্তরা । গিয়াছিলে সেই বনে আর কি কখন কি পবিত্র, কি সুন্দর, স্থান সেই ধন অভি। অধ্যয়ন অবসরে, অবসন্ন মন, কতবার সেই বনে করেছি গমন । সেই ক্ষুদ্র স্নেহ-স্বর্গে বনমাতাৰুকে, কটায়েছি কত দিন, কত নিশি, স্বখে । সঙ্গী সঙ্গিনীর সঙ্গে কত দিবানিশি রঙ্গে