পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । سياج ج.ج. "সতিনী | সতিনী ”—বলি উঠিল হাসিয়া উত্তরা—“আমার সেই পুতুলের বিয়া । , থাক এই পোড়া যুদ্ধ, রাজ্যের পিপাসা । প্রাণনাথ! উত্তরার পূরাও এ আশা,— চল সেই বনে নাথ ! চল একবার সেইমত বনরাণী সাজিব তোমার } বসি সে মায়ের কোলে আনন্দে বিহ্বল, সেই সতিনীর সঙ্গে করিব কোম্মল।” অভি। আমারো এ সাধ প্রিয়ে! বুইয়া তোমায় রণাস্তে যাইব সেই বনে ছজনায়। কি আনন্ম-মশ্র মাতা করিবে বর্ষণ । ’ কি আনন্দে পরিপূর্ণ হইৰে কানন । বড় সাধ মনে গ্রিয়ে । রণাস্তে সে বনে সুন্দর আশ্রম এক স্বজিব দুজনে । দেখিয়াছি সিন্ধুতীরেশৈল মনোচর ; নিৰ্ম্মাইব সেই শৈলে আবাস স্বন্দর । অৰ্দ্ধচন্দ্র, অষ্ট কোণ, চতুষ্কোণ আর, শোভিবে অলিনা চারু চারি ধারে তাবু । শোভিবে অলিন্দে পুষ্প গুল্ম থরে খব, চারুপত্র গুল্ম সহ মিশিয়া সুন্দর । সুরঞ্জিত স্তম্ভ সারি বেষ্ট সুবিমল শোভিবে পুম্পিতা চারু লতিকা সকল । বিচিত্র বিহঙ্গগণ স্তন্ত অবসরে নাচিবে গাইবে স্বর্থে স্বচিত্র পিঞ্জরে । কুটীরের চারিদিকে চারি পুষ্পোপ্তান চারি ভিন্ন অবয়বে হবে শোভমান ।