পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্ৰু । :నని শোড়িৰে উষ্ঠান-বক্ষ শুমল'প্রাঙ্গণ * কারুকার্য্য-অলঙ্কৃত গালিচ যেমন । প্রাঙ্গণের প্রান্তভাগে চম্পক, বকুল, মুবাসিত পুষ্প বৃক্ষ শোভিবে অতুল । শোভিবে পৰ্ব্বত পার্শ্বে, মূলে, মনোহর ফলিত, পুম্পিত, ক্ষুদ্র কানন মুন্দর । বনে নিঝরিণী এক গবে অবিরত নিরজনে, অস্তঃপুত্বে উত্তরার মত । বেষ্ট গিরিমূল এক তড়াগে নিৰ্ম্মল ঢালিবেক নিঝরিণী স্বধা মুশীতল, অভিমনু-সদয়েতে ঢালে যেই মত উত্তর শীতল প্ৰেম-অমৃত সতত । নীলামৃতে ঢল ঢল সেই সরোবরে সুবর্ণ রজত মীন মুখে রবিকরে খেলিবেক শত শত ; ভাসিবে সতত মন্তরে মরাল-বধূ, উত্তরার মত, স্বনাথ মরাল সহ । নানা জলচর মান বর্ণ জলক্রীড়া করিবে সুন্দর । কুরঙ্গ শশক শিখী প্রসারি পেখম বেড়াবে প্রাঙ্গণে, বনে ஒ কৃজন উঠিবে পঞ্চমে কিবা রহিয়া রহিয়া ! ক্রীড়াশীল কুরক্ষিণী যাইবে ছুটিয়া, বিলোল কটাক্ষময়ী, বিদ্যুৎ আকার, ছুটে যথা ক্রীড়াশীল উত্তর আমার । বনে রাখালের বাশী, কণ্ঠ স্থপঞ্চম, করিবে সে নিরজনে কি স্বধা বর্ষণ ।