পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । ১২০ সীতার হরণ ; সেই করুণ বোদন হীরামের, চাপি বক্ষে সীতার ভূষণ ; অশোক-কানন , শক্তিশেল শোককর ; রথে রাম সীতা, নিম্নে ফেনিল সাগর ; নিৰ্ব্বাসিত সীতাদেবী ভাগীরথী-তীরে ; বাল্মীকির তপোবন ; সীতা জননীর উপহার সেই বন্দী পবনকুমার ; রামায়ণ গীত সেই শোক অযোধ্যার ; শোকসিন্ধু জানকীর পাতালপ্রবেশ, কঁদিবে যাহে কাল নিৰ্ব্বিশেষ । দেবযানী, শকুন্তলা, আখ্যান মুন্দর ; দময়ন্তী সাবিত্রীর চিত্ৰ মনোহর । অধ্যয়ন কক্ষে গ্রন্থ রবে চারি ধার, 5 লের জ্ঞানের ভাণ্ডাবু ! হরিদ্রাভ প্রাচীরেতে বুহিবে চিত্রিত, অীৰ্য্য ঋষিগণ ব্যাস বাল্মীকি সহিত । অঙ্কে অঙ্কে কবিতার জন্ম উপাখ্যান বুহিবে অঙ্কিত ;—কোথা ব্যাধের সস্তান সুপবিত্র রাম নামে হতেছে দীক্ষিত ; কোথায় লভিছে বীণা অমৃত পূরিত ; কোথা করি বিদ্ধ-ক্ৰৌঞ্চ-মিথুন দর্শন, গাইতেছে “মা নিষদ” কবিতা প্রথম ;করিছে অঙ্গরোগণ পুষ্প বরিষণ, হাসিতেছে বসুন্ধরা, সার্থক জীবন। রবে উপাসনা কক্ষে মৰ্ম্মরে স্থাপিত মাত পিতা মাতুলের মূৰ্ত্তি অতুলিত ।