পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০৪ উত্তরা । অভি । ऍछेळुद्रीं । £, নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সাধুদের পরিত্রাণ হুঙ্কত দমন সাধিব, করিব ধৰ্ম্ম সাম্রাজ্য স্থাপন। করিব ভূতল স্বর্গ, নর দেবোপম,— নারায়ণ । এ স্বপ্ন কি হইবে পূরণ ? আর সেই যোগী পিতা, যোগিনী মাতার নিকটে আসিবে পুত্ৰ নৃপতি ধরার, ' চতুরঙ্গ দলে বলে, বউট, লইয়া, হবে অভিনীত বনে পুতুলের বিয়া ! জড়ায়ে পতির গলা হাসে উচ্চ হাসি বিরাট-নন্দিনী , চুম্বি সেই হাসি রাশি অভিমনু উচ্চহাসি উঠিল হাসিয়া ; জ্যোৎস্নায় দুই হাসি গৈল মিশাইয়া । রবিকরে, জ্যোৎস্নায়, চাহি সিন্ধু শোভা, চাহি বন-প্রকৃতির শোভা মনলোভ, . গাথিব কবিতা-হার ; গাঁথিবে উত্তর কাছে বসি ফুলমালা ; বীন সপ্তস্বরা বাজাইবে, বীণা কণ্ঠে গাইবে কথন পূরিয়া মুধায় সেই নির্জন কানন । সঙ্গীত তরঙ্গে মুগ্ধ কল্পনা আমার স্বর্গে, মৰ্ত্তে, অঙ্কে অঙ্কে করিবে বিহার। বাসস্ত, শারদ, ফুল জ্যোংমা-মণ্ডিত নীল বন-সরোবরে, তরী মনোহরা ভাসাইয়া, নিরথিয়া জ্যোৎস্না-প্লাবিত নীলাকাশ গাব আমি, গাইবে উত্তরা । কি মুথের ছবি আহা ! চল নাথ চল, এই কল্পনার স্বল্প করিগে পূর্ণ।