পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্ৰ । ১২০৯ চিন্ত}মগ্ন, চিত্রবৎ। নীয়ুব নিশীথ । নীরবে জ্বলিছে ধীরে বাস প্রদীপ। নীরবে কেশব ধীরে আনত বদনে ভ্ৰমিছেন । শোভিতেছে পবিত্ৰ গৈরিক পরিধানে, অংসোপরে উত্তরীয় মত । নাহি অস্ত্র-চিহ্নমাত্র কৃষ্ণের শিবিরে । শোভিতেছে একদিকে বসন ভূষণ সারথির, অন্যদিকে গ্রন্থ অগণন । কৃষ্ণ । অধ্যয়ন অস্ত্রশিক্ষ অবসরে এইরূপে শুনিতাম করুণ সঙ্গী ও । কে গায়, কোথায় গায়, এইরূপে কিশোরের ক্ষুদ্রপ্রাণ করি আকুলিত ? কে গায় ? কেমনে হায় ! করিবে রাখালশিশু জগতের দুঃখ বিমোচন ? কেমনে পতঙ্গ ক্ষুদ্র বেদরূপী হিমাচল কপিবেক করে উত্তোলন ? বেদভারে প্রপীড়িত, বজ্ঞধুমে মেঘাচ্ছন্ন, উষ্ণজীব-শোণিতে প্লাবিত, • প্রদীপ্ত কামনানলে ভারতে করিবে হায় ! এই মহাধৰ্ম্ম প্রচারিত ! যে দিন মহর্ষি গৰ্গ সেই নিয়তির রেখা অাকিলেন অদৃষ্ট গগনে,* সে দিন হইতে নিত্য এই নিযুতির গীত শুনিলাম, ভাবিতাম মনে ।

  • বৈরতকের সপ্তম সৰ্গ ।