পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ১২১১ নাহি ভাল বাসি ; বিশ্ব কেমনে বাসিব ভাল, অচিন্ত্য অতীত কল্পনার ? ক্ষুদ্র নিঝরিণী গর্ভে জনমিয়া ভাগীরথী পায় তবে সাগর সঙ্গম । অন্ধুর হইতে ক্ষুদ্র জনমিয়া মহীরুহু , % করে তবে অচ্ছিন্ন কানন । গৃহ ছাড়ি গেলে বনে, মনের কামনা শত অনায়াসে হয় কি বিলীন ? বিশাল কণ্টক তরু করিলে কি স্থানান্তর হয় তাহা কণ্টকবিহীন ? ংসারের প্রলোভন কামনা করে স্বজন, করিয়া ইন্দ্রিয়ু বিমোহিত । প্রবেশি নির্জন বনে ইঞ্জিয় করিলে ধ্বংস, কামগ্রি কি হৰে নিৰ্ব্বাপিত ? অন্ধের কি দর্শনের, বধিরের শ্রবণের নাহি থাকে কামনা প্রবল ? চক্ষু হীন, কর্ণ হীন, হলে কি মানবজাতি পরমার্থ লভিত কেবল ? হরি । হরি | মানবের ধারণের,-ধরমের,— এই পথ নহে কদাচিত । ংসের ও অধৰ্ম্মের এই পথ ঘোরতর,— দেখি প্রাণ হইল ব্যথিত ; ইঞ্জিয়, কামনা, ধ্বংস করি যদি, মানবের মানবত্ব কিসে থাকে আর ? পাদপের পাদপত্ব থাকে কিসে, ফল পুষ্প, শাখ, পত্র, করিলে সংস্থার ?