পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

iş কুরুক্ষেত্র। ১২১৩ কামমা জগত-হিত, সাধনা জগত-হিত, বুঝিলাম প্রকৃত সন্ন্যাস । চলিলাম গৃহে, প্রভু ! গৃহ এই মহাবিশ্ব, বিশ্ববাসী মহাপরিবার ! এক মহা প্রাণে অনুপ্রাণিত অনন্ত বিশ্ব ;

  • এক প্রাণ অনস্ত আধার। এক মহা পিপাসায় আকুল অনন্ত বিশ্ব ;

মুখ সেই পিপাসার ধন । কামনার পুষ্পেপুষ্পে মত্ত মধুকর মত । , করে নর সুখ অন্বেষণ । জল-সিন্ধু মুখ যাহা, জল-বিন্দু মুথ তাহা, নাহি মুখ দ্বিতীয় তাহার,— এই মহা মুখ-ভূত্ব না জানিয়া, দুঃখপূর্ণ জগত করিছে হাহাকার । যে অনন্ত নীতিচক্র মানুষের মনুষ্যত্ব করিতেছে ধারণ, বৰ্দ্ধন, তাহাই মানবধৰ্ম্ম, তাহার শিক্ষক-শাস্ত্র, . x কৰ্ম্ম ধৰ্ম্ম-শিক্ষা ও পালন । - এই মনুষ্যত্ব গতি কি অনস্তু সিন্ধু-মুখে । সিন্ধু-চিদাননী নারায়ণ | অনন্ত এ মনুষ্যত্ব, অনন্ত মানৰ সুখ, মোক্ষ সেই সাগর-সঙ্গম । চলিলাম গৃহে প্রভু, এই মহা স্থখ-তত্ত্ব;– নব ধৰ্ম্ম-করিয়া প্রচার, দেখাইয়া ক্ষুদ্রাদর্শ, ঘোর থার্থৰ হ’তে এ জগত করিত্তে উস্কার ।