পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミ>8 ব্যাস । নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কিন্তু কি দুরূহ ব্ৰত জানি নাহি কুরুক্ষেত্র কৰ্ম্মক্ষেত্র হইবে আমার ; § মানবের মুক্তিপথে এই দাবানল ঘোর – নারায়ণ কি লীলা তোমার ! বামুদেব ! বজ্রাঘাত, ঝটিকা ভীষণ, মহাসংহারক মূৰ্ত্তি ঘোর দাবানল, প্লবিন ভীষণ, নিত্য করি দরশন জগতের সাধিছে কি অচিন্ত মঙ্গল ! এই মহা বজ্ৰাঘাত, ঝটিক তুমুল, করিবে ভারতাকাশ পবিত্র নিৰ্ম্মল। কু-বৃক্ষ কণ্টক বন দহিয়া আমূল, উৰ্ব্বর সুবৃক্ষ-ক্ষেত্ৰ করিবে অনল । এ প্লাবনে প্রসারিয়া পবিত্র পগল, সঞ্চারিবে নব শক্তি, নব ধৰ্ম্ম বল । কৃষ্ণ । ’মানবের দৃষ্ট ক্ষুদ্র, অদৃষ্ট অনস্ত”— মহুধির মহাবাক্য অব্যর্থ, অমর । মানব খদ্যোত ক্ষুদ্র অনন্ত তিমিরে অদৃষ্টের করে ক্রীড়া করে হস্তিকর । কোথায় অনন্ত শক্তি করিব স্থাপন, কোথায় ঘটিল এই অনন্ত সমর । কোথায় হাসিবে শূন্তে শাস্তি সুধাকর, কোথায়,ঝটিকা এই বহে ভয়ঙ্কর ' কোথায় করিব ধৰ্ম্ম-সাম্রাজ্য স্থাপন, কোথায় এ অধৰ্ম্মের বিপ্লব ভীষণ । দেখিলে কণ্টক এক চরণে কাহার,t কি বিষম ব্যথা পাই মরমে মরমে !