পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২১৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কাদিলেন নিজে দ্বৈপায়ন,— “জগতের এই দুঃখ !—বিদরে হৃদয়, নাথ হইল না, হবে না মোচন ।” ব্যাস। হতেছে, হইবে ; কৃষ্ণ আবির্ভূত ; দ্বাপর হতেছে শেষ ; নব অবতার, নব যুগ ধৰ্ম্ম, করিতেছে পরবেশ । সাধুদের ত্রাণ, দুষ্কৃত দমন, অধৰ্ম্ম হতেছে ক্ষ, এই কুরুক্ষেত্রে, ধৰ্ম্মের সাম্রাজ্য, হইতেছে সমুদয় । এই নরমেধ করি সমাপন, সাম্রাজা করি স্থাপন, অৰ্জুন-সারথ ত্যজিয়া জগৎ-স্প্লখ্য কর গ্রহণ। কৃষ্ণ । হরি । হরি । কে জানিত ভীষ্ম দ্রোণ হয় । হয়ে ঘোর অধৰ্ম্মের সারথি এমন, এইরূপ নত্বমেধ করি সংঘটন, মানব-শোণিত-স্রোত ভাসাবে ধরায় । ভীষ্মের ভীষণ দশ দিবসের রণ,— মৃত্যুর ভীষণ ক্রীড়া,—করিলে স্মরণ হৃদয় বিদরে শোকে ; আবার এখন করিছেন দ্রোণাচার্য্য কি রণ ভীষণ । রথী ধনঞ্জয়, আমি সারথি তাহার,— ভেবেছিমু চুই দিনে এই বজানল নিবিৰে, ভগ্নিয়া মহা মহীরুহচয় বিপক্ষের, বৃক্ষ পাবে তৃ৭গুল্প দল ! কিন্তু জানি নাহি হায়! অর্জুন-হৃদয়ে কি করুণা পারাবার ! ৰড়িবাগ্নি মঙ যদিও ক্ষত্রিয় ধৰ্ম্ম জলে নিরস্তুর, তথাপি পার্থের কর করুণায়ু শ্লথ { রূপে নবজলধর, বীরত্বেও হায় ! নৱজলধর পার্থ। জীমূত-গজ্জন &