পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y কুরুক্ষেত্র । ১২১৭ শাওঁীব-টঙ্কার, বজ্র সায়ক নিচয় ; করুণা-সলিলে সিক্ত শর, শরাসন । নয়নে অনল, হৃদে জল স্বশীতল, বাহুতে অজেয় বল, হৃদয় দুৰ্ব্বল । যদি কোনো ঘটনার ভীষণ আঘাত নাহি করে এ হৃদয় কুলিশ কঠিন, এইরূপে দ্রোণাচাৰ্য্য মৃত্যু-অভিনয় বিভীষণ, করিবেক আরো কত দিন । গুরুভক্ত ধনঞ্জয় করুণ-হৃদয়,

  • করে গুরু সহ মাত্র রণ-অভিনয় । ব্য{স। প্রচণ্ড ঝটিকা, কৃষ্ণ ! প্রচও অনল,

হয় আগু নিৰ্ব্বাপিত,-নীতি নিয়ুস্তার । এই মহা যুদ্ধানল, ভস্মিয় অধৰ্ম্ম বল, নিধিবে অচিরে ; নব ধৰ্ম্ম-সুধাকর • উদিবে শীতল, শাস্তি পাবে চরাচর কুষ্ণ । নাকি অন্ত মেঘ ছয় সম্মুখে কি আর ? ব্যাস , আছে,-আছে মেঘমালা চুব্বাসাপ্রমুখ । এই দীর্ঘকাল আমি বেড়াইয়ু স্থানে স্থানে দেখিয়াfছ এই মেঘ হতেছে সঞ্চার ধীরে ধীরে, ধীরে ধীরে লভিছে বিস্তার। উড়াইয়ু তৃণচয়, বায়ু কোন দিকে বয়, চেয়েছি বুঝিতে, আমি বুঝেছি নিশ্চয় এই শরতের মেঘ বুহিবার নয় ।