পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিঘ্য । ব?সি ; কুরুক্ষেত্র । ఆగి নদীস্রোতে রক্তস্রোত সহিত কি, হায় ! কি অধৰ্ম্ম অভু্যুথান ক্ষত্ৰিয়-জগতে ঘটিয়ছে, বৎস! এই ভীষণ সমর ন হইত্তে নিৰ্ব্বাপিত, হায় ! কত মতে দেখিবে তাহার আরো চিত্র ভয়ঙ্কর । অধৰ্ম্ম-অনুলে, বৎস! পঙ্গপাল মত হইবে ক্ষত্ৰিয়ঞ্জাতি ভস্তুে পরিণত । কিন্তু পাগুবের পক্ষ বীরেন্দ্রমণ্ডল মরিতেছে কোৱ পাপে ? 齡 মৃত্যু অনিবার । 電、楚 গুষ্টের"দমন আর শিষ্টের পালন ক্ষত্রিয়ের মহাধৰ্ম্ম,--ব্রিদিব তাহার বীররতে ধৰ্ম্মরণে জীবন-অৰ্পণ । মানবসমাজ-রক্ষা হয় নিরস্তর এইরূপে ; জান বৎস | নির্লিপ্ত ঈশ্বর । ঘোরতর কৰ্ম্মলিপ্ত অবতার তার দেখিতেছি ভগবন! বুঝির কেমনে ঈশ্বর নির্লিপ্ত তবে ? কি ভ্রাস্তি তোমার ! কৰ্ম্মত্যাগ মিলিপ্ততা ভাবিও ন মনে । .ভগবান কৰ্ম্মরত। বিপুল সংসার কৰ্ম্মক্ষেত্র , নাহি কারে তিলাদ্ধ বিশ্রাম । জগতের মুখমাত্র মুখ আপনার, আমি জগতের অংশ-এ নিঃস্বার্থ জ্ঞান যার কৰ্ম্ম-মূলে ; কৰ্ম্মফলে কদাচন নাহি ক্ষুদ্র স্বার্থ যার পনলিপ্ত সে জন ।