পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

曦 কুরুক্ষেত্ৰ । ১২২৫ শেভিতেছে সুভদ্রার অতুল বদন পতি বক্ষে, নীলাকাশে পূর্ণ শশধর,— মানস-সরসে যেন একটি কমল । আলিঙ্গিয়া পরস্পরে, মেঘ জ্যোৎস্নায়, উভয়ে উভয় মুখ চাহিয়া চাহিয় নিদ্রপগত । নিদ্রাতেও অধরে অধরে রয়েছে ঈষদ হাসি চারু চিত্রাঙ্কিত । আলিঙ্গি সৌন্দর্যন্ত শৌর্য, হিমাদ্রি জাহ্নবী, স্বর্ণশিঞ্জিনী নীলমণি-শাসন, দয়া ধৰ্ম্ম, পুণ্য প্রতি, স্বৰ্গ মন্দাকিনী, উভয় উভয়-ধ্যানে মোহিত যেমন । ঈষত কঁাপিল চক্ষু, সংষত হৃদয় যোগিনীর, অলক্ষিত কঁাপিল ভূতল অনন্ত ভূঃর ভারে স্থির অবিচল । দুই হাতে চাপি বক্ষ, জানু পাতি ভূমে চাহি উদ্ধ পানে কহে—“হা হত হৃদয় । একি কম্প কামনার ? না, না, প্রাণনাথ .করিয়াছি চতুর্দশ বৎসর তোমার আরাধনা ; দেও শান্তি, শাস্তি পূর্ণ বুকে নিরখিব দেবমূৰ্ত্তি মম তপস্তার।” উঠিল ; মুহূৰ্ত্ত বাম নয়ন ভরিয়া দেখিল যুগল রূপ । হৃদয় এখন ভক্তি ভরে অবিচল ; নীলাজ বদন শান্ত, স্থির ; আনন্দাশ্র পূর্ণ নয়ন। মুহূৰ্ত্ত,—মুহূৰ্ত্ত পরে কর-নীলোৎপল । অরপিল রক্তোৎপল ভঞ্জীর চরণে । ३१