পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । চমকি বসিলা ভদ্র, রহিল চাহিয়া উভয় উভয় পানে। উভয় মোহিত উভয়ের দর্শনে, চাহি পরস্পরে,— ঙ্গ্যোংস্ক জ্যোৎস্না-মাখ। সরসী নীলিমা ; জ্যোৎস্না প্রদীপ্ত স্থির জাহ্নী যমুনা ; যোগিনী ও ষোগারাধ্যা, শান্তি তপস্তায়, বনদেবী গৃহলক্ষ্মী ; দয়া দরিদ্রতা । চাহি পরস্পরে ষেন প্রতি নিষ্কামত, ' প্রেমময়ী উদাসিনী, প্রতিভা কল্পনা । অধরে ষোগিনী করি আঙ্গুলি নিবেশ করিলে সঙ্কেত,- ভদ্রা দেপিলা সে মুখ পুণ্যের পবিত্রকাশ-জড়াইয়া তারে অাদরে লইয়া বক্ষে চলিলা বাহিরে, অদূরে জ্যোৎস্নামী হিরণ,উী তীরে। উদ্বেলিত উচ্ছ্বসিত ভদ্রার হৃদয় করুণার সিন্ধু ; দৃঢ় আলিঙ্গনে বক্ষে গইয়া তাহারে ভদ্রা কাদিলা নীরবে । ক'দিল নীরবে সেই স্বর্গে তপস্বিনী লুকাইয়া মুখ । অশ্র কত রূপান্তর – শোকশ্রু ভদ্রার, মুখ-অশ্রু যোগিনীর। ভদ্র চাহে বুক চিরি সেই মুখখানি রাখে বুকে চিরদিন। চাহে তপস্বিনী চিরি বুক সেই বুকে, স্নেহের ত্রিদিবে, পড়ে ঘুমাইয়া মুখে চিরদিন তরে। স্নেহ-তরলিত কণ্ঠে কিছুক্ষণ পরে কহিলা উচ্ছ,সে ভদ্রা–“শৈলজে । ভগিনি !