পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

λ» दृश् । কুরুক্ষেত্রম * ১২৩১ মানুষ কি নিয়া ৰল মানুষ, ভগিনি ?-- আত্মা, মন, কলেবর চরিতার্থতায় এ তিনের মনুষ্যত্ব ! যেই নীতি চয় শারীরিক, মানসিক, বৃত্তি আধ্যাত্মিক, – মানবের মানবত্ব,- করিছে ধারণ, তাহাই মানবধৰ্ম্ম স্বধৰ্ম্ম পালনে, স্ববৃত্তির অনাসক্ত চরিতীৰ্থতায় যতই মানুষ ক্রমে হয় অগ্রসর,

  • *

লভে তত মনুষ্যত্ব মৃগ নিরমল । পূর্ণ মনুষ্যত্ব,-$ঃখ-মুক্তি, নিরবাণ, বৈকুণ্ঠ, পরম মুখ, স্বর্গ, ভগবান ! ইহ কি বৈদিক ধৰ্ম্ম ? বেদধৰ্ম্ম, শৈল ! এই বৈকুণ্ঠের পথে প্রথম সোপান । এই মনুষ্যত্ব,—এই স্বধৰ্ম্ম,—সাধন হয় না কি বনে দেবি ! ক্ষেত্র শ্রেষ্ঠতর এ ধৰ্ম্মের গৃহ, দিদি। এ মহা ধৰ্ম্মের ভিত্তি লোকহিত, ভিত্তি সৰ্ব্বভূত হিত । চল তবে বনে দিদি ! হায় ! ধরাতলে এমন প্রশস্ত ক্ষেত্র কোথা আছে আর সাধিবারে লোকহিত ! এ ভারত ভূমি যাহাঁদের পিতৃ-ভূমি, সে অনার্য জাতি আজি কোথা, দেখ আহা ! কি দশা তাদের } রাজ্যহীন, গৃহহীন, জাহার-বিহীন, আজি তার বনে, আজি পশু নিৰ্ব্বিশেষ ।