পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩৬ 1 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আজি প্রেমময় মূৰ্ত্তি দেখিয়া আবার স্বপ্রসন্ন, কি আনন্দে ভরিল হৃদয় । যুগল শীৰ্ত্তল ধারা বহিল নয়নে । বুঝিলাম দেব দেবী প্রত মম ব্রতে। প্রণমি স ষ্টঙ্গে ভূমে, ডকি'ভক্তিভরে, কহিলাম—“দেব ! দেবি ! দিয়া পদ শ্রম্ব কস্তার কঠিন ব্রউ করিও পূর্ণ।”

  • কোথা ছিন্তু ? বিন্ধমচলে। কি কহিনু দেবি ?

পার্থের প্রতিমা স্বজি, এ চোঁদ,বছর পূজিয়াছি ভক্তিভরে ; এ চৌদ্দ বছর । শৈল ক্ষুদ্র স্বৰ্য্যমুখী, পৰ্থ প্রভাকর। এ চৌদ্দ বছর ক্রমে পূজিতে পূজিতে, সেই পতিভাব দেবি ! হইল বিলীন কি অনন্ত শান্তিপূর্ণ প্রতি পারাবারে, সিন্ধুমুখী গঙ্গামত । এই চরাচর হইল অৰ্জুনময়, হইনু তন্ময় । g কন্তু পৰ্থ পতি, আমি প্রেমে আত্মহারা, কন্তু পার্থ পিতা, আমি ভক্তিতে অধীর । কৃভু পৰ্থ ভ্রাত, আমি স্নেহে নিমজ্জিত, কন্তু পুত্ৰ পৰ্থ, আমি বাৎসল্যে পূরিত । কন্তু পার্থ সখা, আমি সখী বিনোদিনী, কন্তু পৰ্থ প্রভু, আমি দাসী আজ্ঞাধীনী । কন্তু আমি পৰ্থ, পৰ্থ শৈলজা আমার । অভিন্ন উচয় কভু-নদী পারাবার । কি সুন্দর উপাসন ! কি প্রেম গম্ভীর } উপাসক, উপাসিত, কি ধন্থ উভয় |