পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাস । কুরুক্ষেত্র। - כצ এই প্রেম মানবের স্বর্গের সোপান । এই প্রেমে মৰ্ত্ত্যে অবতীর্ণ ভগবান । আসক্তির করালত, ছায়া কামনার, নাহি যার প্রেমে, সেই উপাস্ত আমার । নত্বে বহুদিন গত, দিদি, একদিন আসিলেন দ্বৈপায়ন দাসীর কুটীরে,— বন অন্তরালে নে দেব অংশুমালী। ফলিল জুপুস্ত মম । অন্তর্যামী প্ৰভু চিনিলেন এ দাসীরে, কহিলেন–“শৈল! সিদ্ধ তব পার্থ-পূজা পূজ তুমি এবে পার্থরূপে ভগবান, অনন্ত স্থনদর, অনন্ত মহিমাময়, প্রেম পারাবার । থাকে যদি কণা মাত্ৰ কামনা-উত্তাপ হৃদয়ে নিবিবে ; শান্তি পাইবে পরম ” কহিলাম,-“চিন্তাভীত সেই ভগবান, বুঝিবে, পূজিবে, এই অবলা কেমনে জ্ঞানহীন ?” “বুঝ, পুঞ্জ, ভক্তিভরে আদর্শ মানব কৃষ্ণ, যুগ অবতার । পার্থ কৃষ্ণে, কৃষ্ণ কর নারায়ণে লয়, এইরূপে পতঙ্গও উঠে হিমালয়। কিন্তু বৎসে তব এই যোগিনীর বেশ, একি রৈবতকের সে ভূত্য বেশ তব ?”

  • ন, না, প্রভু !”— কহিলাম পড়িয়া চরণে—

“এই বেশ জীবনের ব্রত এ দাসীর । । অনস্ত অমৃতপূর্ণ জ্ঞান সিন্ধু তব,