পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ృషి 8') - শুনিয়াছি কৌরব-মন্ত্রণা অলক্ষিতে। বীর ধৰ্ম্ম দিয়া বিসর্জন কালি রণে ঘটাইবে ঘোর অমঙ্গল কুমারের ; এইরূপে করিবে হরণ দুৰ্জ্জয় বল । অন্ধের সন্তান হতভাগ্য কৌরবের, অন্ধ চিরদিন । वृष्ठ माहे शंद्र ! उठाश्राडौrदद्र बन নহে শিশু অভিমই গাওীবের বল জনাৰ্দ্দন, গাগুীলের বল নারায়ণ । ধৰ্ম্মযুদ্ধ ক্ষত্রিয়ের ধৰ্ম্ম সনাতন, জান শৈল । ধৰ্ম্মযুদ্ধে করিয়া বারণ কুমারে, কেমনে ধৰ্ম্মে হইবে পতিত পার্থের রমণী, অভিমনু্যর জননী ? হইবে পতিত আহা ! কৃষ্ণের ভগিনী ? ষোড়শ বর্ষীয় শিশু করিবে সমর,— একি ধৰ্ম্ম ক্ষত্রিয়ের ? ধৰ্ম্ম ক্ষত্রিয়ের । কেশরীর ধৰ্ম্ম, ধৰ্ম্ম কেশরী-শিশুর । ষোড়শ বর্ষীয় ষেই ক্ষত্রিয় সন্তান বিবত সংগ্রামে, সেই ভীরু কুসন্তান ক্ষত্রিয় কুলের গ্লানি । ষোড়শ বর্ষীয় পুত্র মম মহারথী । ক্রীড়ার অঙ্গন যুদ্ধক্ষেত্র, ধনুৰ্ব্ব ৭ অঙ্গের ভূষণ । পিতা করুণার সিদ্ধ, পুত্র করুণার নবঘন, শ্লথ করে করিতেছে রণ !