পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२8२ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। কৃষ্ণ মুভদ্রার যত্ন ধাইছে ভাসিয়া সেই করুণার স্রোতে। অস্কায় সমরে করে অন্ধ কৌরবের বঞ্জগ্নি সঞ্চার সেই মেঘে, বাড়বাগ্নি উত্তাল সাগরে, চক্ষুর নিমিষে ভস্ম হৰ্থে কুরুকুল । আজি অপরাহ্লে শিরে দিয়া ই কল্প করিয়াছি আশীৰ্ব্বাদ বীরে পুত্ৰে যম, পালিয়া স্বধৰ্ম্ম, করি এই ঘোর রণ, ধরাতলে ধৰ্ম্ম রাজ্য শিল্পতে স্থাপন । “নর-হরি ; নারায়ণ ! বিপদ গুঞ্জন ! রক্ষিও বাছায় তবে ---সরিল না আবু রুদ্ধ কণ্ঠ শৈলজার,—বলিয়াছে বাছা যাইবে আশ্রমে বন-মাতার তাহার, যুদ্ধান্তে উত্তর সহ ; হইবে উদয় অরুণ উষার সহ আশ্রমে আমার,-- অ ধার হৃদয়ে মম। অনাথিনী-নাথ ! এই চির অনাথিনী চাহে নাহি অরি, ' —চাহিবে না,-দেও তারে এই ভিক্ষ, এই একটা বাসনা কর পূ?৭ তাহ। " নীরবিল শৈল। অশ্রু বহিল নীরবে কপোলে, বহিল অশ্রু নয়নে ভদ্রার । কেন শৈলঞ্জার এই নৈশ অভিযান বুঝিলেন ভদ্র । চুম্বি বদন তাহার কহিলেন- “ অলক্ষিত থাকিয়া জগতে বরধিতে স্নেহ মুধ জনম কি তোর অভাগিনি ! কত স্নেহ এই ক্ষুদ্র বুকে ”