পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

દેખન્ન ! 1 কুরুক্ষেত্র । > 89 একটী হিল্লোলে আমি আকুল বাহার, বহিছে সে স্নেহ-গঙ্গ৷ হৃদয়ে তোমার শান্তিময়ী, সুধামন্ত্রী ! করিয়াছ তুমি কি অনন্ত গর্ভে লীন ! বুঝিলাম, হায়, এত দিনে কি কঠিন ধৰ্ম্ম ক্ষত্রিয়ের } বুঝিলাম এত দিনে লক্ষ্মী অনার্য্যের কেন আৰ্য্য-পদানত বুঝলাম আর, শৈলজার স্থানু কেন পদে সুভদ্রার। বড়ই কঠিন ধৰ্ম্ম, শৈল ! ক্ষত্রিয়ের । বস্কন্ধর ক্ষত্রিয়ের পত্নী, পুত্র নর। ক্ষত্রিয়ার পুত্র নর, পতি বিশ্বেশ্বর । সেই বসুন্ধঃ আজি কি পাপ আধার । মানব সমাজ আজি দুঃখ পারাবার। দুঃখ নহে বিধাতার লিপি নিরমম,— জগত আনন্দ বুজি, মুখ প্রস্রবণ । অনন্ত চাহিয়৷ দেথ গ্রহ উপগ্রহ —অসংখ্য, বিরাট মূৰ্ত্তি — ভ্রমে অহরহ কি ভীষণ বেগে,-গতি নর-চিন্তাতীত – পরস্পরে পরস্পর করি আকৰ্ষিত কি অচিন্ত প্রেমে, কিবা চিন্তাতীত ব্ৰতে, কি মুখে অচিন্তনীয় নিম্নতির পথে । কি অনন্ত সৌন্দর্য্যের উঠিছে উচ্ছ্বাস ! কি মুখ সঙ্গীতে পূর্ণ অনন্ত আকাশ । কেবল মানব পথ-ভ্রষ্ট নিয়তির । তাই মানবের হয় ! এ দুঃখ গভীর । মানবের মুখ পথে অধৰ্ম্মে স্বজন