পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । ১২৪৭ হইয়া যুগল রূপ ক্রমে রূপান্তর কি মূৰ্ত্তি ভাসিল ওই,-স্বভদ্রা অর্জুন ! পিতা ধনঞ্জয়, মাতা সুভদ্রা আমার । পিত । পিত ! মুছে ফেল শোক হৃদয়ের । এই দেখ শৈল আঙ্গি জঙ্গিতা তোমার। সফল তপস্ত ; দেখ হৃদয় তাহার পিতৃপ্রেমে অবিচল, স্তিত্ব, অকম্পিত । মা আমার! যা,আমার ! প্রেম মুখ তোর কি সুন্দর, কি ত্রিদিব ! কি দেখি আবার | — এক অঙ্গে দুই রূপ হইয়। বিলীন, কি মৃত্তি মহিমাময়, নীল মণিময়, উঠিল ভাসিয়া শতচন্দ্র-করেজ্জিল । বাসুদেব ! নারায়ণ *-- ধীরে ধীরে আসি দাড়াইলা আগে কৃষ্ণ ! হইল পতিতা শৈলজ স্বভদ্র পদে, উভয় মূৰ্ছিত৷ চাহি আকাশের পানে, মহিমা মণ্ডিত দাড়াইয়া নারায়ণ, আপনি মূচ্ছিত । দাড়াইয়া থাক নাথ ! নিরপি নয়ন ভরি । আর্য্য অনার্য্যের লক্ষ্মি ! থাক মা চরণে পড়ি ! অনার্য্য-আর্য্য শক্তির এইরূপ সংঘর্ষণ