পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । >> 8ぬ গিয়াছেন তথা ; কিছু নাহি জানি আর ; কঁদিতেছে প্রাণ মা গো ! তোর উত্তরার। গত নিশি চন্দ্র পানে চাহিয়া চাহিয়া হইনু নিদ্রিতা যবে, দেখিলু স্বপন ঘুেরিল অভিরে সপ্ত শৰ্দ্দল ভীষণ । দাড়াইয়া দৃপ্ত সিংহশিশু মধ্যস্থলে, পরাজিল সপ্ত শক্র অপূৰ্ব্ব কৌশলে । শশাঙ্ক হইতে ধীরে নর-নারায়ণ, মনোহর পুষ্পরথে করি আরোহণ, নামিলেন ; নিরমল রথ জ্যোৎস্নায় আলোকিল রণক্ষেত্র অমৃত ধারায়। অভিরে তুলিয়া রথে লইলা আদরে ; উঠিতে লাগিল রথ আকাশে মস্থরে। কহিলাম,—‘দয়াময় ! নেও উত্তরায়।’ করুণ নয়নে চাহি কহিলেন হয় ! জগন্নাথ,—নেত্রে স্নেহ-অশ্র দর দর‘ন, না, বতসে ! যাবে তুমি বৎসর অন্তর।’ কহিনু—’ন, প্রাণনাথ ! ছাড়ি উত্তরায়ু যাইও না তুমি ; ক্ষুদ্র উত্তর তোমার পরিবে না একা যেতে এত দূর হয় । জয়নাদে পূর্ণ হ’ল পৃথিবী গগন । নাচিতে লাগিল বুথ বেষ্টি তারাগণ । কি সঙ্গীত, কি সৌরভ, বহিল ধরায় ! এ কি স্বপ্ন মা গো ? আভি গেল মা ! কোথায় ?” বাপ তোর পোড়া মুখ, স্বপ্ন পোড়া ছাই মুও তার, সাত বাঘ সগোষ্ট্র বিরাট ।