পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । । な R@ > সে লক্ষ্য ; বিস্মিত বক্ষে লইয়া আমায় কিচুম্বন, কি প্রশংসা গলায় গলায় । নাহি ডরি বুণে, কিন্তু চক্ষের অন্তর হইলে মুহূৰ্ত্ত, প্রাণ র্কাপে থর থর । এত রূপ, এত গুণ, পারিজাত হার মিলিগ্নছে মম ভাগ্যে প্রত্যয় আমার নাহি হয় পোড়া মনে । জাগ্রতে নিদ্রায় হারালেম, হারালেম,—ভয় হয় মনে । ইচ্ছা করে, রাখি সদা নয়নে নয়নে, মিশাইয়া বুকে বুকে জীবনে জীবনে। কেন এত ভালবাসি, কেন তার তরে প্রাণ মম নিরস্তুর এইরূপে করে ? পিতা, মাতা, ভগ্নি ভ্রাঙা, শাশুড়ী, শ্বশুর, কারে তরে প্রাণ নাহি করে এত দূর । ইচ্ছা করে চিরি বুক বুকের ভিতর রাথি মুখখানি, দেখি জন্ম জন্মান্তর । , তাহার বসনখানি, পাছুক। তাহার, কি মুগন্ধ ! প্রতিদিন চুম্বি কতবার । হইলে নিমেষ মাত্র চক্ষের অন্তর, চুখানি পাছক রাথি বুকের উপর । পদ-প্রক্ষালিত বারি-মুধা করি পান, প্রাণের পিপাসা মম করি নির্বাণ । কি যে করিতেছে প্রাণ ! আজি কদাচিত যাইতে দিব না রণে, এ কথা নিশ্চিত । কিন্তু এ বিলম্ব কেন ?" পতি সঙ্গহীন বন-বিহঙ্গিনী মত করিছে নবীনা ,