পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । ১২৫ বাম করে শেল, ধরি প্রেম প্রতিমায়ু হৃদয়ে দক্ষিণ করে চুম্বিলা চুম্বন, প্রভাত নলিনী যেন চুৰিলা অরুণ । মুহূর্তের সে চুম্বনে কি অনন্ত ভরা ! কি অনন্ত প্রেম-তৃষ্ণা নীরব-মুখর । কি অনন্তু সুখ দুঃখ, কি অনন্ত ভাষা ! কি অনন্ত নিরাশায় কি অনন্ত আশা ! দুই হৃদয়ের সেই ক্ষুদ্র সম্মিলন, দুই সমুদ্রের ক্ষুদ্র অনন্তু সঙ্গম ! সেই ক্ষুদ্র পথে কিবা উচ্ছ্বাস অপাের, উভয়ে উভয় প্রাণে করিছে সঞ্চার । উদ্ধ মুখে অধোমুখ-শোভিছে কেমন, চন্দ্র জলধির ষেন শেষ দর্শন পূর্ণিমা উষায় ! ধীরে ধীরে উত্তরায় । সরাইয়া অভিমন্ত্র্য, যথা জ্যোৎস্নায় সরায় কাঞ্চন-শৃঙ্গ পূর্ণিমা প্রভাতে, খুলিল শিবির দ্বার ছুটিল কুমার, ছিড়িয়া অজ্ঞাতে কণ্ঠহার উত্তরার শেলাঘাতে । বজ্ৰঘাতে বুক উত্তরার হইল চুর্ণিত, বামা রহিল চাহিয়া বহিত মত স্থির শূন্ত নিরখিয়া । সংশপ্তক যুদ্ধে গত বীরেন্দ্র ফাস্তুনি,— ধ্যানস্থ মুভদ্র মাতা বসিয়া পূজায় পতির মঙ্গল ব্রতে। পশিয়া কুমার সবেগে শিবিরে, স্থির রহিল চাহিয়া মুহূৰ্ত্ত মায়ের মূৰ্ত্তি নয়ন ভরিয়া ।