পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3等e নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সুভদ্রার অঙ্ক হবে তোর রথ ; শক্রি শরজাল ঘোর হবে মুকুমার যেন সুভদ্রার স্নেহ মাখা পুষ্পহার ; হৃদয়ে গোবিন্দ, বাহুতে অর্জুন, লক্ষ্য নর-সমুদ্ধার । সমর প্রাঙ্গণ স্বয়ংবর সভা হইবে, যা আমূার ! জয় লক্ষ্মী আজি হইবে সপত্নী মম বধু উত্তরার । চুম্বিল ললাট আবার আবার আদরে লইয়া বুকে ; কি করিছে হায় । মায়ের পরাণ চিহ্ন তার নাহি মুখে । মায়ের চরণে প্রণমি কুমার চলিল সমরে সুখে ;– # শিরায় শিরায়ু, কি অজেয় বল, কি বীৰ্য্য জ্বলিছে বুকে । মুভদ্রে। স্বভরে । কই ? মম বাছ কই ?” পাওব শিবির খুজি, খুজি অস্ত্রাগার, সত্ৰাসে শিবির পুনঃ খুজি উত্তরার উন্মদিনী উর্দ্ধশ্বাসে আসি মুলোচনা ধরিল কুমারে, অস্ত্রে পড়িল ঝনন । কহে গলা জড়াইয়া ধরি স্বলোচন,— “কোথায় ধাবি রে যায় ।”

  • যাব না কোথাম্ব”~~