পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। >aやペ) আমার ভগিনী তিন, তুই এক মাত্র পুত্র, আমি তোর যশোদা জননী । বড় সাধ বৃন্দাবনে নিয়া তোরে সাজাইব বনমন্ত্রী গোপাল আমার ; হয়েছিল কৃষ্ণরূপে বিমোহিত বৃন্দাবন, গোঁবু রূপে মেস্তৃিক আবার । কৃষ্ণ-হারা বৃন্দাবন . কাদিতেছে নিরস্তর, গেীর রূপে উচ্ছ্বসিত প্রাণ হাসিবেক স্বর্ণ হাসি, কলিন্দী হইয়া গৌরী মন সুখে বহিবে উজান । না, না, হৃদয়ের নিধি । চিরি অভাগীর বুক আজি রণে যাইতে কথন দিব না দিব না তোরে, ন জানি আমীর প্রাণ আজি কেন করিছে এমন ! অভি। ক্লেন মা নিতা ত রণে যাইতে ছি, কোন দিন করিস নি এমন বারণ ? সুলো । ছিল কৃষ্ণ ধনঞ্জয় করিবারে রণ-ক্ষেত্রে অভাগীর শাবক বৃক্ষণ। তাহাতে দ্রোণের আজি প্রতিজ্ঞা ভীষণ, দুৰ্ব্বিজয় চক্রবৃহ, নিবার রণ – আজি রণে যেতে তোরে দিব না কথন । অভি। অর্জুনেব পুত্র আমি, স্বভদ্রা-কুমার, কৃষ্ণের ভাগিনা শিষ্য, কি ঘৃণা মা ! তুই ডরিস ব্রাহ্মণ দ্রোণে। ভাবিস কেমনে সেই যজ্ঞ কাষ্ঠ দ্রোণে ফেলিবে উপাড়ি এই শাল বৃক্ষ তোর পালিত বৰ্দ্ধিত ?