পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2షిely নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অভিন্ন জীবিতে মৃতে । সায়াহ্ন গগনে আহতের আর্তনাদ-ভিক্ষা করুণার, হিংস্র পশু পক্ষীদের ঘোর কোলাহল, ভীষণ চীংকার ক্ষত গজ তুরঙ্গের, মিশি এক ঘোর রবে, কণ্ঠে প্রলয়ের ' উঠিছে কি হাহাকার । কিবা হাহাকার সম্মাছের সমীরণে যাইছে ভাসিয়া ! অতিরি স্থানে স্থানে কৃষ্ণ ধনঞ্জয় আহতের ক্ষতে করি আমুত সিঞ্চন, করিমুমূৰুর প্রাণে শান্তি বরিষণ, চলিলেন অশ্রু জলে প্লাবিয়া বদল । সৰ্ব্বত্র অহিতগণ জিজ্ঞাসে ডাকিয়!— *আজি কোথা আমাদের মুভদ্র। জননী ? যন্ত্রণয় যার প্রাণ।” কহিলেন পার্থ*কেন আজি সুভদ্রীয় সেবক, সেবিক, সৈন্য-চিকিৎসক সহ, না দেখি, কেশ । রণস্থলে ? প্রাণ বড় হয়েছে আকুল ; সত্বর শিবিরে চল, আসিব ফিরিয়া সুভদ্রার সহ পুন: কি ধে ঘোর রণ, ধ্বংসের ভীষণ ক্রীড়া, হইয়াছে আজি – না পারি দে পতে আর পাগু -সৈন্তের এই দশা ! নাহি জানি সৈন্তে কৌরবের झ्हेंग्रांcछ् श्र¢ह भश केि अर्थ डौब१ !” চলিতে লাগিল বুথ । বসি অন্তমনা উভয় সারথি, বুর্থী ; অজ্ঞাতে কেমনে পঞ্জিয়াছে চক্র এক দেহে অচেতন,—