পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ఫిఆసి অভাগ করুণ কণ্ঠে করিল চীৎকার } উভয় করুণ কণ্ঠে করিয়া চীৎকার পড়িলেন ভূমিতলে, লইলেন তুলি রথে পুনঃ- অচেতন দেহ অভাগীর । “কৌরব সে”—সৈন্ত কেহ কহিল বিস্ময়ে । প্ৰেম-অশ্ৰ-পূৰ্ণ মুখে, কণ্ঠে করুণার কহিলেন কৃষ্ণ—“ভাই । শক্ৰ যুদ্ধকালে কৌরবেরা, যুদ্ধ অস্তে ভাই পাণ্ডবের । ঝটিকায় যে তরঙ্গ উত্তাল ফেনল মহাদ্বন্দ্বী, ঋটিকাস্তুে অভিন্ন সলিল ।” অপবার চলিল রথ । নীরব উভয়ু রহিলেন কিছুক্ষণ । কি অজ্ঞাত শোকে দুইটি হৃদয় যেন আচ্ছন্ন, অচল । সাশ্রুকণ্ঠে কিছুক্ষণ পরে ধনঞ্জয় কহিল—“কেশব । কেন হৃদয় আমার ভীত আজি, মরু সম বিশুষ্ক বদন, কঁপিতেছে অঙ্গ মম, অবসন্ন প্রাণ ? বুঝিয়াছি নিঃক্ষত্রিয় করিতে জগত জন্ম মম । করিয়াছি আত্মীয় বিনাশ সে নিয়তি অনুসরি ত্রয়োদশ দিন ;--- হয় নাই প্রাণ মম কাতর এমন । কি যে অমঙ্গল ধ্বনি ৰাজিছে শ্রবণে, অদূর মরুর যেন উত্তপ্ত নিশ্বাস তৃষ্ণাতুর অবসন্ন পথিকের কাণে ! কি যে অমঙ্গল দৃষ্ঠ মনের নয়নে ভাসিতেছে, অবসন্ন নেত্রে পথিকের