পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ১২৭১ নারায়ণ ”— অর্জনের ভিজিল নয়ন,— “পাওব-শিবির দেখ 's নিবুজন ” চক্রবৃহ মহা ক্ষেত্র দেখিলা বিস্ময়ে শোভিছে অদূরে মহা দুর্গের মতন, শবের প্রাচীরে উচ্চ। জন-স্রোত বেগে ছুটিয়াছে একস্রোতে সেই দুর্গ পানে ;ছুটিল বিদ্যুৎবেগেরথ সেই দিকে। কহিলা কেশর,-“পার্থ। চক্রবাহ করি আজি যুঝিলেন দ্ৰোণ ; সেই চক্রবৃহ হইয়াছে শব-ব্যুহ দেখ কি ভীষণ ! স্তরে স্তরে পড়ি শব—অশ্ব, গঞ্জ, নর,— রথের উপরে রথ, শব তদুপর, দুৰ্ভেদ্য প্রাচীর মত শোভিছে কেমন ! কোন বী:-মণি আজি জগত-বিস্ময় এ অক্ষয় কীৰ্ত্তিমালা পরিল গলায় ! দেখিয়’ছি বহু যুদ্ধ, করিয়াছি কুণ আজীবন, এ বীরত্ব দেখিনি কখন " আর চলিল না রথ ; পড়িলা ভূতলে লম্ফ দিয়া চুই জন ; করিয়া লঙ্ঘন উদ্ধৃশ্বাসে সে প্রাচীর, ছুটিলা সত্ৰাসে,— হাহাপুৰে সৈন্তগণ উঠিল কাদিয়া। দেখিলেন কুরুক্ষেত্র শোকের সাগর। শধ-চক্র মহাবেলা ; প্রশস্ত প্রাঙ্গণ ব্যাপিয়া পাণ্ডৰ সৈন্ত, উৰ্ম্মির মতন উদ্বেলিত মহা শোকে, র্কাদে অধোমুখে,— গুণহীন ধৰ্, পৃষ্ঠে শরহীন তৃণ।