পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مواجيج في নবীনচন্দ্রের গ্রন্থাবলী। উৎক্ষোভিত, উদ্বেলিত, ভীত, প্রকম্পি । বিস্তীর্ণ সমর-ক্ষেত্র ভূমধ্যসাগর । শোভিতেছে চক্রকারে চতুরঙ্গ বেলা মাতঙ্গে, তুরঙ্গে, রথে, সৈন্তে স্তরে স্তরে, অচ্ছন্ন আয়ুধারণ্যে, ধ্বজ পতাকার ঝলসি মৰ্ত্তও করে বন পুজিলীলা । বহির্মুখ অস্তমুখে সৈন্ত দুই মুখে মুসজ্জিত ; মহাবনেশৈলশৃঙ্গ ुटु মহারথে মহারথী দপে স্থানে স্থানে রক্ষিতেছে মহা বৃ ; হইতেছে ইণ বহির্ভাগে ঘোরত, হইতেছে আর পাগু4ের হাহাকারে বিদীর্ণ গগন । মুহূর্তে অন্তর-সিন্ধু নীরব নিশ্চল । মুহূর্বে কুমার-বীৰ্য্য প্রভঞ্জন দৰ্পে বহিল জলধিগর্ভে, জলধি-নির্ঘোষে ধ্বনিল বিজয় শঙ্খ, প্রতিধ্বনি তুলি শত শত মহাশন্থে কেীরব-লেগ" } কৌরবের সৈন্তারণ্যে উঠিল জলিয়। হুহুঙ্কারে দাবানল অস্ত্রে কুমারের ; কৌরবের হাহাকারে ছাইল গগন । দ্রেণ, কর্ণ, দুৰ্য্যোধন, কৃপ, অশ্বথামা, বৃহদ্বল, দুঃশাসন, শল্য- একে একে করিয়া সংগ্রাম ঘোর হইঃ! লাঞ্জিত, পলাইল বার বার শৃগালের মত। কেীয়ুব-দুৰ্গতি দেখি কুমার লক্ষ্মণ পশিলে আহবে, হাসি সুভদ্রা-নম্বন