পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

なb^。 নবীনচঞ্জের গ্রন্থাবলী। না পারল সমবেত পাণ্ডৰ পঞ্চাল • “হ পুত্র ”—নিশ্বাসি দীর্ঘ বিধুমিত গিরি করিতে লাগিল পুনঃ অগ্নি বরিষণ“হয় পুত্র । মত্ত সিংহ-শাবকে এরূপে লোহর পিঞ্জরে বন্দী করিয়ু কৌশলে, ভুলিয়া সৌহৃদ্য মম, ভুলি প্রাণ-দন, জয়দ্ৰথ করিল কি অবরুদ্ধ দ্বার ! জয়দ্ৰথ ! জয়দ্ৰথ ’’-কোেরর শিবির চাহিয়া গৰ্জিলা ক্রোধে উন্মত্ত অর্জুন, কুরুক্ষেত্র থর থর উঠিল কঁপিয়া । নিক্ষেপি গ’ঞ্জীব ধন্তু বামে ও দক্ষিণে কপায়ে কেদিও-শস্থে কুরুক্ষেত্র পুন: কহিলেন,-“ধৰ্ম্মরাজ ! এ প্রতিজ্ঞা মম,— না লয় আশ্রয় তব কালি জয়দ্ৰথ, না লয় পুরুষোত্তম কৃষ্ণের আশ্রয়, কালি জয়দ্রথে আমি করিয়া সংস্কার বপুষিব শাস্তি-বরি এষ্ট শোকানলে আমাদের । নারায়ণ ।”-পড়ি পদতলে গোবিন্দের-“নারায়ণ । এই পাদপদ্ম, অর্জনের শান্তি-ধাম, করিয়া ধারণ, চাহি পুত্র পানে বীর-শ্য" শায়িত, করিলাম এ প্রতিজ্ঞ,-দেখিয়! জীবিত জয়দ্ৰথ কালি রবি হয় অস্তমিত, এইখানে হুতাশন করি প্রজ্বলিত, পিতা পুত্র এক চিতা করিবে প্রবেশ ।