পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । :StoS “নারায়ণ ! নারায়ণ ।”-পড়িয়া গলায় গোবিন্দেরে কহে পাৰ্থ —“এই দৃশু আর না পন্সি সহিতে, বুক বিদরিয়া যায় ।” *একি ? রক্ত একি ? আভি ! কোথা আমি ?”— চারিদিক চাহি উন্মদিনী মত ঘুর্ণিত নয়নে,— *ও কে কঁদিতেছে ? বাবা ! ও কে অধোমুথে ওই ? নারায়ণ । কেন দেব ! বিযগ্ন বদনে ?” ছুটি উন্মদিনী গুলা ধরি গোৱিন্দের কহিলা কাদিয়,—“দেব ! কহ একবার, ভাঙ্গিয়াছে কি তব উত্তরার ? তাহার পুতুল খেলা নাহি ফুরাইতে, নাথ ! ফুরাইল জীবনের খেলা কি তাহার ? ভাঙ্গিয়াছে কপাল কি তব উত্তরার ? মামা যার নারায়ণ, জনক গাগুীব-ধম্বা, জননী লু ভদ্রাদেবী, এই দশ তার ? ভাঙ্গিয়াছে কপাল কি তব উত্তরার ? সমরে যাইতে আজি শূলtগ্রে ছিড়িল হীর, রহিয়াছে সেই হার অঞ্চলে আমার, উত্তর কি সেই হার পড়িবে না। আর ? শিবিরে সজ্জি তা বীণ! এখনো রয়েছে পড়ি, উত্তরার বীণাটি কি বাজিবে না আর ? ভাঙ্গিয়াছে কপাল কি তব উত্তরার ? তুমি উত্তরার হাসি কত যে বাসিতে ভাল, মুছাইলে এইরূপে সে হাসি কি তার ভাঙ্গিয়াছে কপাল কি তব উত্তরার ? দেখিলাম স্বপ্নে আমি, আনি চঞ্জ পুস্পরথ