পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । ఫిన్సనీ প্রৌঢ়ের বীরত্বে, আর শূরুত্বে-শিগুর । ভীষ্মদেব মরুভূমি ; অভিমমু উপবন । নৰ কিসলয়ে পুষ্পে সুন্দর ভামল। সে ভীষণ লবণাৰু; এ পবিত্র স্বধা সিন্ধু। সে বন্ধুর বিন্ধীগিরি ; এই হিমাচল । শিরে দেবী মন্দাকিনী মুভদ্রী-রূপিণী ওই, বহে বক্ষে দুই ধারা, জাহ্নবী যমুনা, পত্নী-প্রেম মাতৃ-প্রেম, উত্তর ও স্থলোচনা, বারাণসী-বক্ষে যেন অসি ও বরুণ ! সম্মিলিত এই স্রোতে, বীরত্বের ব্রহ্মপুত্র মিশিগ্ন করেছে কিবা তীর্থের সৃজন— এই শর-শষ্য। গঙ্গা-সাগর-সঙ্গম ; সেই সিন্ধু নারায়ণ । মাতৃ-প্রেম, ধাতৃ-প্রেম, পতি-প্রেম, পিতৃ-প্রেম, ভ্রাতৃ-প্রেম আর, এই রূপে শত প্রেম, উপঞ্জিয় শস্ত ক্ষেত্রে, মিলি এক স্রোতে,--নর-প্রেম দুনিবার, পশিয়াছে শত মুখে প্ৰেম-পারাবার । কুরুক্ষেত্র কৰ্ম্মক্ষেত্র ; কিন্তু কত রূপান্তর, বীর ব্রতে প্রৌঢ়ের সে সমর্পণ প্রাণ ! নরহিতে শিশুর এ আত্ম-বলিদান ! মুভদ্রে !"-ডাকিলা কৃষ্ণ উচ্ছ্বাস-কম্পিত কণ্ঠে । পশে নাই যে কর্ণে শঙ্খের গর্জন শত শত, প্রবেশিল মৃত্যু সম্ভাষণ । ধীরে উদ্ধ-কুনয়ন নামিল, রহিল চাহি কেশবের মুখপানে, ভক্তি ছল ছল । - "মুভদ্রে ”— কহিলা কৃষ্ণ - নাহি আমাদের শোক,